Refund and Returns Policy
আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। যদি কোনো কারণে আপনি আপনার কেনা পণ্য বা সেবায় সন্তুষ্ট না হন, তাহলে নিচের শর্তাবলীর মাধ্যমে রিফান্ড বা রিটার্ন করতে পারেন।
🔹 ১. পণ্য ফেরত (Return Policy)
- পণ্য প্রাপ্তির ৩ দিনের মধ্যে রিটার্নের আবেদন করতে হবে।
- শুধুমাত্র অপ্রাপ্ত, ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য রিটার্নযোগ্য।
- পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত ও মূল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।
- রিটার্নের সময় ক্রয়ের রসিদ বা অর্ডার নম্বর দিতে হবে।
🔹 ২. অর্থ ফেরত (Refund Policy)
- রিটার্নকৃত পণ্য যাচাইয়ের পর রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
- রিফান্ড সাধারণত ৫–৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়।
- রিফান্ড একই মাধ্যমে প্রদান করা হবে যেভাবে পেমেন্ট করা হয়েছিল (যেমন – বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি)।
- কোনো ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস (যেমন কোর্স, ডাউনলোডযোগ্য ফাইল) রিফান্ডযোগ্য নয়।
🔹 ৩. বাতিলকরণ (Order Cancellation)
- অর্ডার যদি এখনো প্রক্রিয়াকরণে না যায়, আপনি সেটি বাতিল করতে পারবেন।
- অর্ডার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেলে সেটি বাতিলযোগ্য নয়।
🔹 ৪. যোগাযোগ
রিফান্ড বা রিটার্ন সম্পর্কিত যেকোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 +8801614325227